তালাসাতক্ষীরা জেলা

তালায় যুব পানি কমিটির সভা শেষে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান

বিশেষ প্রতিনিধি, তালা: তালা উপজেলার বাগের বিল থেকে গোপালপুর স্লুইস গেট পর্যন্ত খালের পানি নিষ্কাশন উপযোগী করা এবং নেটপাটা অপসারণের দাবিতে তালা কপোতাক্ষ যুব পানি কমিটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে তালা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে অনুষ্ঠিত যুব পানি কমিটির সভা শেষে এ স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকারের কাছে হস্তান্তর করা হয়। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মনিরা সুলতানা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ হৃদয় হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটি নেতা গাজী শহিদুল্লাহ, গোলদার আশরাফুল হক, মো. আফজাল হোসেন, যুব পানি কমিটির সদস্য রাজু হোসেন, আবুল কালাম, দীপা দাস, সোহান শেখ, রাকিব হোসেন, সাইফুল্লাহ, সজীব হোসেন, আরাফাত গাজী, সাইদুর শেখ, আমিনুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *