সাতক্ষীরার সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ
গাজী হাবিব: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা বিজিবি প্রায় সাড়ে আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকাডাঙ্গা, মাদরা, সুলতানপুর বিওপির এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার ঘোষপাড়া হতে ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ছয়ঘড়িয়া থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ. চারাবাড়ি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, রামের ডাঙ্গা ৭০ মূল্যের ভারতীয় ঔষধ এবং কলারোয়া থানার ভাদিয়ালী থেকে ৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও সুলতানপুর এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। যার সর্বমোট মূল্য ৮ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
বিজিবি সুত্রে জানা যায়, টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।