কৃষিসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরায় বৃক্ষ মেলা উদযাপনে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বৃক্ষ মেলা ২০২৫ উপলক্ষে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, বন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা সহকারী বন সংরক্ষক প্রিয়াংকা হালদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমী, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, জেলা নার্সারি সমিতির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, কোষাধ্যক্ষ এম এ হান্নান খানসহ পরিবেশবিদ ও গণমাধ্যমকর্মীরা।

সভায় জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষ মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের অংশগ্রহণে এই আয়োজনকে সফল করতে হবে।

সভায় বক্তারা গাছ লাগানোর গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব, এবং টেকসই বন ব্যবস্থাপনার ওপর আলোকপাত করেন। সভা শেষে বৃক্ষ মেলার প্রস্তুতি ও কর্মসূচি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় আগামী ২০ আগস্ট শহীদ আঃ রাজ্জাক পার্কে ৭ দিন ব্যাপী বৃক্ষমেলার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *