সাতক্ষীরা জেলা ছাত্রদলের বি’ক্ষো’ভ মিছিল
স্টাফ রিপোর্টার: গোপন তথ্যপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাতক্ষীরায জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের নিউ মার্কেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় । মিছিলটি পাকাপুল মোড় হয়ে সদর থানা সড়ক প্রদক্ষিণ করে পিএন হাইস্কুলের সামনে দিয়ে বড় বাজারে গিয়ে শেষ হয়। আষাঢ়ের শেষ দিনে অঝোর ধারায় বৃষ্টির মধ্যেও বিপুল সংখ্যক নেতা-কর্মীর স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করে শ্লোগান সহকারে বিক্ষোভ মিছিলকে প্রাণবন্ত করে তোলে।
মিছিলের নেতৃত্বে ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এসকে এম আবু রায়হান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পি, সদস্য সচিব সোহেল রানা , পৌর ছাত্রদলের আহ্বায়ক হাজী আইয়ুব আলী, সদস্য সচিব শাহীন ইসলাম।
এছাড়া মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা জেডএম মাসুদ খান অর্ঘ্য, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আসিফ মাহমুদ রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান, সরকারি কলেজ ছাত্রদলের বর্তমান সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্লা মো. শাহাজুদ্দী, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সভাপতি হেদায়েত হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক নাঈমুর রহমান, সরকারী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সান, সরকারী মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব করিমন নেছা শান্তাসহ ছাত্রদলের সাতক্ষীরা শহর ইউনিট, সদর ইউনিট, প্রতিটি উপজেলা ইউনিট ও সাতক্ষীরা শহরের বিভিন্ন কলেজের ছাত্রদল নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভ মিছিলে ‘‘দিল্লি গেছে স্বৈরাচার- পিন্ডি যাবে রাজাকার, মুনাফিকের ঠিকানা-এই বাংলায় হবে না, স্বৈরাচার আর রাজাকার- মিলে মিশে একাকার ‘’সহ বিভিন্ন ধরণের স্লোগান দিয়ে মিছিলটি মুখরিত করে তোলে দলের নেতাকর্মীরা।