শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে উপজেলা ও পুলিশ প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে কর্তব্যরত সাংবাদিকদের সাথে উপজেলা ও পুলিশ প্রশাসনের মত বিনিময়ে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে পৃথকভাবে ঐ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা ছাড়াও বৈষম্যহীন সমাজ বিনির্মানে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। মতবিনিময় সভায় প্রতিটি সেক্টর থেকে অনিয়ম দুর্নীতি দুরীকরণের পাশাপাশি সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার বিষয়গুলো প্রাধান্য পায়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাস ও নবাগত অফিসার ইনচার্জ মেহেদী হাসান প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহীনুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সামিউল ইমাম আজম মনির সহ সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *