রাজনীতিশ্যামনগর

শ্যামনগরে ‘শহীদি মার্চ’ উপলক্ষে পদযাত্রা করেছে উপজেলা ছাত্রদল

সুলতান শাহাজান, শ্যামনগর: গণঅভ্যুত্থানে ‘স্বৈরাচারী’ শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ পালন করেছে শ্যামনগর উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে শহীদি মার্চের পদযাত্রা শুরু করে শ্যামনগর উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরা।

এতে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রদল ও শ্যামনগর সরকারি মহাসিন কলেজ ছাত্রদলসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পদযাত্রাটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাব থেকে শুরু হয়ে প্রদক্ষিন করে শ্যামনগর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। পরে চৌরাস্তায় এসে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে শ্যামনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, সাবেক যুবনেতা আজিজুর রহমান আজিবর, উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক খাঁন আব্দুর সবুর প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আজ থেকে ঠিক এক মাস আগে এই দেশে থেকে স্বৈরাচারের পতন ঘটিয়ে পেয়েছিলাম স্বাধীনতা ৷ এই স্বাধীনতার বিনিময়ে আমাদের হাজারো ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছিল। হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন। অনেকে পঙ্গুত্ব বরণ করেন, অনেকে এখনো হাসপাতালের বেডে রয়েছেন চিকিৎসাধীন। আমরা সেসব শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করি, উপহার দেওয়া জন্য আমাদের স্বাধীন দেশ।

এ সময় শিক্ষার্থীরা ‘সফল হোক সফল হোক, শহীদি মার্চ সফল হোক’, ‘শহীদদের কারণে, ভয় করি না মরণে’, আবু সাঈদ/শহীদের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘আজকের এই দিনে আবু সাঈদ/শহীদদের মনে পড়ে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *