কালিগঞ্জের ভদ্রখালী জামে মসজিদে দোয়া ও আলোচনা সভা
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: প্রতি বছরের ন্যায় এবছরেও কালিগঞ্জের ভদ্রখালী পশ্চিম পাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে জমিদাতা মরহুম আলহাজ্ব মুন্সি আহাম্মদ আলীসহ প্রয়াত সকল মুসলিম নর -নারীর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই-২৫) জুম্মার নামাজবাদে পশ্চিম পাড়া জামে মসজিদে চত্বরে প্রত্যয় গ্রুপের পরিচালক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, জামায়াতের উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মোমেন, উপজেলা জামাতের অফিস সম্পাদক শেখ আত্তাব উদ্দীন, উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি আমির হামজা, জামায়াতের উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মোমেন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক শেখ আত্তাব উদ্দিন, ভদ্রখালী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হোসেন।
এসময়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভদ্রখালী মহিলা মাদ্রাসার সুপার ও পশ্চিম পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সফিকুল ইসলাম।