অনলাইনশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

এসএসসি’র ফলাফলে সাতক্ষীরার দুই সরকারি স্কুলের নজরকাড়া সাফল্য

স্টাফ রিপোর্টার: প্রতিবছরের ন্যায় ২০২৫ সালের এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডের মধ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নজরকাড়া সাফল্য অর্জন করেছে।

বরাবরের মতো এই সাফল্য ধরে রাখায় অভিভাবক ও শিক্ষকদের দারুণভাবে উচ্ছ্বসিত করেছে।

এবার এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কৃতকার্য হয়েছে ২২০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন। পাশের হার ৯৭.৭৮%।

অপরদিকে এবার এস.এস.সি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কৃতকার্য হয়েছে ২৫৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন। পাশের হার ৯৫.৯১%।

সাড়াজাগানো অভাবনীয় সাফল্যে উত্তীর্ণ দুই সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা, যে কারণে এই অভাবনীয় সাফল্য অভিভাবক ও শিক্ষকদের দারুণভাবে উচ্ছ্বসিত করেছে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নাচে গানে বৃহস্পতিবার (১০ জুলাই) দিনভর ছিল আনন্দমুখর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *