রাজনীতিশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শহর ছাত্রশিবিরের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: ২০২৫ সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ—৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে শহর শিবিরের সভাপতি আল মামুন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি আনিছুর রহমান, অফিস সম্পাদক নুরুন্নবী, অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন, দাওয়াহ সম্পাদক শারাফাত হোসেন, প্রকাশনা সম্পাদক আল রাজিব ও অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় মুহাম্মদ হাবিবুর রহমান বলেন ‘সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস’।

সভাপতির বক্তব্যে আল মামুন বলেন, মেধাবীদের অনুপ্রাণিত করার পাশাপাশি নিজেদের দায়বদ্ধতা থেকেই ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখা অদম্য মেধাবীদের সংবর্ধনার আয়োজন করেছে। মেধাবীদের ভালো রেজাল্ট করার পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকরা বিশেষ অবদান রেখেছেন। অভিভাবক ও শিক্ষক সমাজকে শুধু ভালো রেজাল্ট নয়, ছাত্রদের নৈতিক দিক থেকেও গড়ে তুলতে হবে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *