শিক্ষাঙ্গনশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন

ভ্রাম্যমান প্রতিনিধি, শ্যামনগর: ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তি উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালিত হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (০৫ আগস্ট)বিকাল সাড়ে চারটার দিকে শ্যামনগর চৌরাস্তা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্যামনগর উপজেলা ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

এসময় শ্যামনগর চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়ে ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দেয়।

কর্মসূচিতে জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি মাসুম বিল্লাহ, মোঃ রুহুল আমিন, জাহিদ হাসান,শরিফুল ইসলাম, বিলকিস আক্তার ও হাবিবুল্লাহ আল মামুন।

এছাড়াও সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের সহকারী পরিচালক- হাবিবুল্লাহ আল মামুন, উৎসর্গ সোসাইটির সভাপতি গাজী আব্দুর রউফ, শ্যামনগর ব্লাড ব্যাংকের সভাপতি সাইফুদ্দিন সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা বলেন, যাদের রক্তের বিনিময়ে এই বিপ্লব সফল হয়েছে, তাদের রক্ত যাতে বৃথা না যায় সেলক্ষে ছাত্রসমাজ বদ্ধপরিকর।

উল্লেখ্য, ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *