অপরাধআইন আদালতসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় ট্রাক ও চিংড়ী রেনুসহ আটক-২

গাজী হাবিব: সাতক্ষীরার সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি ট্রাকসহ ২ চোরাকারবারীকে আটক করেছে।

বুধবার (৯ই জুলাই) বিকালে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হকের দিক নির্দেশনায় বিজিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে উক্ত মালামালসহ তাদের আটক করে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১২ টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রপ্তানিকৃত পণ্য বহনকারী একটি বাংলাদেশি ট্রাক ভারতে পণ্য সরবরাহ শেষে দেশে ফেরার পথে চিংড়ি মাছের রেনু নিয়ে প্রবেশ করলে ভোমরার ফলমোড় এলাকা থেকে ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ৭ বোতল ভারতীয় চিংড়ির রেনু জব্দ করে। এসময় আটক করা হয় ট্রাকসহ দুই আসামিকে।

আটককৃতরা আসামীরা হলেন, পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামের বাসিন্দা মেহেদী হাসান ও সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম।

জব্দকৃত ট্রাক এবং চিংড়ি রেনুর আনুমানিক বাজারমূল্য ৮৪ লক্ষ ২০ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক জানান, দুই আসামি, ট্রাক এবং জব্দকৃত চিংড়ী রেনু সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *