কালিগঞ্জের মাদক ব্যবসায়ী এনামুল জনতার হাতে আটক: মুচলেকায় এলাকাছাড়ার নির্দেশ
স্টাফ রিপোর্টার: কালিগঞ্জের বন্দকাটি গ্রামের বাসিন্দা উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ গাজীর ডান হাত এনামুল হোসেনকে এলাকাবাসী আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে তুলে দিয়েছে । মাদক ব্যবসায়ী এনামুল প্রকাশ্য এলাকায় মাদক বিক্রি করে। প্রকাশ্যে মাদক বিক্রির ফলে উঠতি বয়সী কিশোর তরুণরা মাদকসেবন করছে। মাদকের টাকা যোগান দিতে তারা কিশোর গাং সৃষ্টি করে ছিনতাই ডাকাতিতে জড়িয়ে পড়ছে । প্রতিনিয়ত এসব মাদকসেবন কারী কিশোর গাং চেতনানাশক স্প্রে ব্যবহার করে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিচ্ছে। গতকাল পাশের এলাকা শ্রীরামপুরে এমন ঘটনা ঘটেছে। চেতনানাশক স্প্রে ব্যবহার করে নগদ টাকা স্বর্ণ অলংকার লুট করে নিয়েছে। মাদকসেবনকারী সন্তানদের পরিবারের অভিভাবকরা তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। মাদকসেবনকারী কিশোররা মাদকের টাকা না দিলে পিতা মাতাকে মারধর করে।
অতি সম্প্রতি ২৩ জুন পুলিশ কালিগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ গাজীকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করে তার আস্তানা থেকে। সেই অভিযানে ওবায়দুল্লাহ গাজীর ডানহাত এনামুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহল্লাহ গাজীকে জেল হাজতে প্রেরণ। মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ গাজীকে জেল হাজতে প্রেরণ করায় এলাকায় মাদক ব্যবসা বন্ধ করতে সহস্রাধিক মানুষের উপস্থিততে মানববন্ধন হয় বন্দকাটির গণগোরস্থান মোড়ে ।
সেই মানববন্ধনে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মাদক ব্যবসায়ী এনামুলকে ধরিয়ে দেওয়ার পুরষ্কার ঘোষণা করেন। সেই ঘোষনায় কিছুদিন গাঁ ঢাকা দেওয়ার পর এনামুলের বস শীর্ষ মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ গাজী জামিনে এলাকায় ফিরে এলে এনামুলও আত্মগোপন ছেড়ে প্রকাশ্যো আসে। এনামুল প্রকাশ্যে এসে আবার মাদক ব্যবসা শুরু করে।
এমন অবস্থায় মাদক ব্যবসায়ী এনামুলকে পাওয়া মাত্র এলাকাবাসী তাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে তুলে দেয়। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এনামূলকে এলাকাছাড়ার শর্তে মুচলেকা নিয়ে তা্র পরিবারের হাতে তুলে দেন।
এলাকাবাসী বলছে মাদক ব্যবসায়ী এনামুল এলাকা ছাড়লে কিছুটা হলেও মাদকের কবল থেকে রক্ষা পাবে উঠতি বয়সী কিশোর তরুণরা। মাদক ব্যবসায়ী এনামুলকে এলাকাছাড়ার নির্দেশনা দেওয়ার বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।a