কলারোয়াধর্মশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কলারোয়া মারকাযুল ইলমী ওয়াদ- দাওয়াহ. মাদ্রাসায় অভিভাবক ও সূধী সমাবেশ

এসএম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়ায় মারকাযুল ইলমী ওয়াদ- দাওয়াহ্ মাদ্রাসার অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ৫ জুলাই) সকালে কলারোয়া পৌরসভার অডিটোরিয়ামে কলারোয়া মারকাযুল ইলমী ওয়াদ- দাওয়াহ্ মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর মোঃ কামাল হোসেন মোল্লার সভাপতিত্ত্বে অভিভাবক ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ প্রদান করেন দূর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিম।

বক্তব্যে তিনি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে ইসলামের সকল শিক্ষা মানব জীবনে গ্রহন ও পালন করার ফলেই মানুষ জ্ঞানী এবং শ্রেষ্ঠ জীব হয়েছে। আর এই জ্ঞান কে অস্বীকার করার কারনে ইবলিশ শয়তানে পরিনত হয়েছে। সেজন্য পরিবার থেকে ইসলামি শিক্ষা গ্রহন করার তাগিদ দিয়ে জীবন গড়ার পরামর্শ প্রদান করে নৈতিকতা, ধর্মীয় শিক্ষা ও পারিবারিক শিক্ষা মানবজীবন গঠনে মূল ভুমিকা রাখবে বলে মতামত ব্যক্ত করেন।

কলারোয়া মারকাযুল ইলমী ওয়াদ- দাওয়াহ্ মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য তিনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কয়লা ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ আঃ রকিব মোল্লা, প্রধান শিক্ষক সাংবাদিক শেখ রাশেদুল হাসান কামরুল, সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, মোঃ আনারুল ইসলাম, মোঃ মুহিত হোসেন, মাদ্রাসার সুপার মোঃ আঃ সাত্তার, প্রভাষক মোঃ মতিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন অতিথি শিক্ষক কলারোয়া উপজেলা মসজিদের মুয়াজ্জিন মাওঃ ক্বারী জাহাঙ্গীর হুসাইন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় হামদ,নাতে – রাসুল,বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি, মহান আল্লাহর ৯৯ নামের সিফাত,কোরআনে বর্ণিত ২৫ জন নবী ও রাসুলের নাম মুখস্থ, মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর বংশ পরস্পরায় হযরত আদম (আঃ) নাম মুখস্থ, মাহগ্রন্থ আল কোরআনের ১১৪ টি সুরার নাম মুখস্থ করে পরিবেশিত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক হযরত মাওলানা গোলাম রসুল শাহী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *