কালিগঞ্জে ডাকাতি: মহাদেব কর্মকারকে মারধর করে র’ক্তা’ক্ত, স’র্ব’স্ব লু’ট
তাপস কুমার ঘোষ: কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (০৪ জুলাই) গভীর রাতে স্থানীয় বাসিন্দা মহাদেব কর্মকারের বাড়িতে গভীর রাতে ডাকাত দল হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে। আহত অবস্থায় তাকে ফেলে রেখে দুর্বৃত্তরা ঘরের মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ভারী বর্ষণে ডাকাত দল সহজেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হয়। ঘটনার পর থেকে মহাদেব কর্মকারের পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে।
বিগত ১০ বছরের মধ্যে এ বছরই কালিগঞ্জ উপজেলায় এতো বেশি চুরি-ডাকাতি শুরু হয়েছে। যা বলার অপেক্ষা রাখেনা। চুরি / ডাকাতির কবল থেকে রক্ষা পেতে এর আগে প্রায় ২ মাস যাবৎ এলাকাবাসী পাহারাদার হিসেবে কাজ করতো । কিন্তু এখন…. এ জবাব দেবে কে? আর কতো মহাদেব সর্বস্ব খোয়াবে …..?