গত ৬ মাসে সাতক্ষীরার সীমান্ত থেকে প্রায় চল্লিশ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
গাজী হাবিব: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় চল্লিশ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
বিজিবি সুত্র জানায়, গত ০১ জানুয়ারি ২০২৫ হতে ৩০ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর সহ অধীনস্থ বিওপি/ক্যাম্প/চেকপোষ্ট কর্তৃক স্ব স্ব দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় চল্লিশ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত ০১ জানুয়ারি ২০২৫ হতে ৩০ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত পৃথক বিশেষ চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। উক্ত চোরাচালানী অভিযান পরিচালনা করে ৩৮,৯৯,৩০,৪০৫/- (আটত্রিশ কোটি নিরানব্বই লক্ষ ত্রিশ হাজার চারশত পাঁচ) টাকা মূল্যের স্বর্ণ, হীরার নাকফুল, রৌপ্য, ভারতীয় গরু, ট্রাক, কাভার্ড ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেল, সাইকেল, ঔষধ, ঔষধ তৈরীর কেমিক্যাল, কম্বল, শাড়ি, থ্রি পিস, বোরকা, চিংড়ি মাছের রেনু পোনা, পাতার বিড়ি, চা পাতা, জিরা, বাশমতি চাউল, চিনি, ফাইটার মোরগ, ভারতীয় রুপি, বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী, খাদ্যদ্রব্য, ইমিটেশন, তৈরী পোশাক, বিভিন্ন গাড়ির যন্ত্রাংশসহ অন্যান্য মালামাল আটক করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করতঃ সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।