শ্যামনগরসাতক্ষীরা জেলা

সুন্দরবন প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির সভা

মোঃ ইসমাইল হোসেন, শ্যামনগর: সুন্দরবন প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ৷ শুক্রবার (৪ ঠা জুলাই ) সকাল ১১ টায় সুন্দরবন প্রেসক্লাব হলরুম এ সভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনের সভাপতিত্বে , যুগ্ন-সাধারণ সম্পাদক ওসমান গনী সোহাগের সঞ্চালনায়।

সভায় সুন্দরবন প্রেসক্লাবের দ্বি তলা ভবণ নির্মান সহ বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন৷ সুন্দরবন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান (তালেব )সহ-সভাপতি পীযুষ বাউলিয়ানা , সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, কার্যকরী সদস্য আক্তার হোসেন, দ্বীপক মিস্ত্রি, আশিকুজ্জামান লিমন, ইসমাইল হোসেন, প্রমুখ।

সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন বলেন, ফেক ফেইসবুকে সাংবাদিকদের নিয়ে বিভিন্ন ধরণের কুরুচিপূর্ণ পোস্ট, কমেন্ট সহ মিথ্যা বানোয়াট প্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে হবে ৷ ঐ সব ফেক আইডি সনাক্ত করে প্রশাসনের স্বরনাপন্য হতে হবে ৷ সাংবাদিকরা সবাই ভাই ভাই ৷ বিভ্রান্ত সৃষ্টি করে কেউ সফল হতে পারবে না ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *