অনলাইনঅপরাধআইন আদালতকালিগঞ্জশ্যামনগরসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের নলতায় দিনদুপুরে মোটরসাইকেল চুরির সময় আটক চোর

এস,এম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে দিনদুপুরে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক হয়েছে পেশাদার চোর আবু বক্কর সিদ্দীক (৫৫)।

শুক্রবার (৪ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার নলতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি দোকানের সামনে থেকে মোটরসাইকেল চুরির সময় তাকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তার সহযোগীরা।

আটক আবু বক্কর সিদ্দীক শ্যামনগর উপজেলার চিংড়িখালী গ্রামের মরহুম আরশাদ আলী গাজীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, নলতা ইউনিয়ন পরিষদের পাশে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আহম্মদ আলীর গাজীর ছেলে শহিদুল্যাহ গাজীর (৩৩) কনফেকশনারীর দোকান রয়েছে। তিনি প্রতিদিনের ন্যায় দোকানের সামনে তার ব্যবহৃত হিরো হোন্ডা স্পেলেন্ডার প্লাস মোটরসাইকেলটি রেখে ব্যবসায়িক কার্যক্রম করছিলেন। সকাল ৯ টার দিকে আবু বক্কর সিদ্দীক মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় জনতার সহায়তায় তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় ব্যবসায়ী শহিদুল্যাহ গাজী বাদী হয়ে আবু বক্কর সিদ্দীক এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং-৩)। আবু বক্কর সিদ্দীক একজন পেশাদার মোটরসাইকেল চোর বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় শহিদুল্যাহ গাজী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *