তালার নবাগত নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার
বিশেষ প্রতিনিধি, তালা: তালায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার পদে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় হতে দীপা রানী সরকারকে বদলী পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার ২ জুলাই খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সহকারী কমিশনার সোহেল রানার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যার দপ্তর স্মারক নং ৪০৮ তারিখ-০২/০৭/২০২৫।
দীপা রানী সরকার এর আগে দেবহাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি বৃহস্পতিবার অপরাহ্নে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অবমুক্ত হবেন।