অনলাইনকালিগঞ্জজীবনযাপনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের দঃশ্রীপুরে জীবন দক্ষতা ও সুস্থ থাকার কৌশল বিষয়ে মতবিনিময়

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরে কিশোর-কিশোরীদের খেলা ধুলার মাধ্যমে জীবন দক্ষতা ও সুস্থ থাকার কৌশল উন্নয়নে এলাকাবাসীর অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকাল ৩টায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে ব্রেকিং দ্য সাইলেন্স-এর আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহম্মদ আলী শাহাজী।মূল বক্তব্য উপস্থাপন করেন কমিউনিটি ফ্যাসিলিটেটর নাজমুল হুদা।

তিনি বলে, খেলাধুলার মাধ্যমে শুধু শারীরিক সুস্থতাই নয় মানসিক দৃঢ়তাও তৈরি হয়। এই উদ্যোগের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্ব আত্মনির্ভরতা ও ইতিবাচক আচরণ গড়ে উঠবে।সভায় আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় অভিভাবক, সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। সভায় অংশগ্রহণকারীরা উদ্যোগটির প্রশংসা করে বলেন, এই কার্যক্রম তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও বিভ্রান্তি থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

সবশেষে সকলের সম্মতিক্রমে কার্যক্রমকে আরও বিস্তৃত করতে স্থানীয়ভাবে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।পরে ওই দিনে বিকাল ৫ টায় প্রোগ্রামটি বাঁশদহ গ্রামে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *