জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক শ্রীরামপুর বানিজ্যিক এলাকায় তদারকি
স্টাফ রিপোর্টার: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (২ জুলাই) বুধবার সদর উপজেলার শ্রীরামপুর ব্যবসা প্রতিষ্ঠান তদারকি ও জরিমানা আদায় করে।
ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে উক্ত ফ্যাক্টরি পরিদর্শন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। এসময় সাথে ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা। সহযোগিতায় ছিল জেলা পুলিশের ফোর্সের একটি চৌকস টিম।
তদারকিকালে করিম স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে রাখায় আইনের ৫১ ধারায় ৫ হাজার টাকা ও গোলাম রসুল স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না থাকায় আইনের ৩৮ ধারায় ১ হাজার টাকা মিলে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়।