কালিগঞ্জের চৌমুহনী হাটের নিরাপত্তায় সভাপতির ব্যক্তি উদ্যোগে ৫টি সিসি ক্যামেরা স্থাপন
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী হাটে ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে ৫টি সিসি ক্যামেরা। পুরো উদ্যোগটি গ্রহণ করেছেন হাট কমিটির সভাপতি ও ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল কাদের মোড়ল—তাও সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় চৌমুহনী হাট এলাকায় ক্যামেরাগুলো বসানোর কাজ সম্পন্ন হয়। হাটের প্রবেশদ্বার, ব্যস্ততম মোড় ও সংবেদনশীল কিছু স্থানে নজরদারির সুবিধার্থে এসব সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ জানান, বাজারে চুরি, ছিনতাই ও নানা অপ্রীতিকর ঘটনা রোধে সিসি ক্যামেরা কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আরও বাড়বে বলে তারা মনে করছেন।
বাজার কমিটির সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দও আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রযুক্তিনির্ভর এই নিরাপত্তা ব্যবস্থার ফলে হাটে নিয়ন্ত্রণ ও নজরদারি সহজ হবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, আব্দুল কাদের মোড়ল এর আগেও চৌমুহনী হাটের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে প্রশংসিত হয়েছেন। এবার তার ব্যক্তিগত উদ্যোগে নেওয়া এই সিসি ক্যামেরা প্রকল্প নিরাপত্তাবিষয়ক সচেতনতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।