কলারোয়ার মারিয়া সুপার আইসক্রীম’ ফ্যাক্টরীকে ২৫ হাজার টাকা জরিমানা
গাজী হাবিব: বিজিবির টাস্কফোর্স অভিযানে বিএসটিআই অনুমোদনহীন, অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে আইসক্রিম উৎপাদন করায় কলারোয়ার চন্দনপুরে ‘মারিয়া সুপার আইসক্রীম’ ফ্যাক্টরীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৯ জুন) বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনকারী মারিয়া সুপার আইসক্রীম’ ফ্যাক্টরীতে বিজিবি, বিএসটিআই কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সুত্রে জানা যায়. গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে বর্ণিত স্থানে কিছু অসাধু ব্যবসায়ী অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে বিএসটিআই এর অনুমোদন ব্যতিত আইসক্রীম উৎপাদন ও বাজারজাত করছে; এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
অভিযান ম্যাজিস্ট্রেট ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এসময় বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে ১৫ জন বিজিবি সদস্য, বিএসটিআই, খুলনার ফিল্ড অফিসার মোঃ আব্দুল মান্নান এবং ৩ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স অভিযানে বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক “মারিয়া সুপার আইসক্রীম ফ্যাক্টরীর মালিক মোঃ ফারুক হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।