তালায় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, সফল উদ্যোক্তা ও সাংবাদিক সম্মাননা
বিশেষ প্রতিনিধি, তালা: তালায় উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) দুপুরে তালা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচি আয়োজনে কিশোর-কিশোরী ক্লাব অংশগ্রহণে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিকতা, ক্রীড়া, সমাজসেবা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চারজনকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে । এর মধ্যে সাংবাদিকতা ও সংবাদ প্রকাশে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পান সাংবাদিক মো. সেলিম হায়দার, সমাজসেবা আঃ আলীম, সাংস্কৃতিক চন্দ্র শেখর দাস এবং ক্রীড়া সৈকত রহমান শিমুলকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম বিল্লা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম।
অনুষ্ঠানে উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এস এম মজিবুর রহমান, সমন্বিত কৃষি ইউনিটের নয়ন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উদ্যোক্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন।