কলারোয়ারাজনীতিশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কলারোয়ায় কলেজ শিক্ষক কর্মচারীর সমাবেশ, প্রধান অতিথি সাবেক এমপি হাবিব

স্টাফ রিপোর্টার: কলারোয়ায় বাংলাদেশ কলেজ শিক্ষক কর্মচারীদের সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির কলারোয়া উপজেলা শাখার আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১ টায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথি সাবেক এমপি হাবিব বলেন, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার সাথে সবসময় আমি আছি এবং ভবিষ্যতেও থাকবো। শিক্ষক-কর্মচারীদের আগামী দিনের দাবি দাওয়ার সাথে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, বিগত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সেক্টরকে ধংস করে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। তিনি এসময় আগামীতে ক্ষমতায় এলে কলারোয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নসহ নন এমপিও কলেজ গুলো এমপিও করার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কলারোয়া উপজেলা শাখার আহবায়ক ও কাজিরহাট কলেজের অধ্যক্ষ এস.এম শহিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, কলারোয়া ডিগ্রী কলেজের পরিচালনা পষিদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মোহাম্মদ রইছ উদ্দিন, বেগম খালেদা জিয়া কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মো: আবু বক্কর সিদ্দীক, শেখ আমানউল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ এস.এম মাহবুবুর রহমান, চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, সোনার বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আশফাকুর রহমান বিপু, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক হোসেন, খালেদা জিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল করিম, হাজী নাসিরুদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিউর রহমান, হাবিবুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোঃ ওহিদুজ্জামান, হেলাতলা টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ কোভিদ উদ্দিন বিশ্বাস, ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন, কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম- সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *