কালিগঞ্জে বিষপানের পরদিন বৃদ্ধের মৃ/ত্যু
স্টাফ রিপোর্টার: কালিগঞ্জে বিষপানের একদিন পর মারা গেলেন সিদ্ধেশ্বর সরদার (৭৮) নামে এক বৃদ্ধ। তিনি উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত ললিত মোহন সরদারের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করেছেন সিদ্ধেশ্বর সরদারের নাতি সুব্রত রায়।
ঘটনার বর্ণনায় সুব্রত রায় (৪২) জানান, তার দাদু সিদ্ধেশ্বর সরদার দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট ও পেটের যন্ত্রণায় ভুগছিলেন। একপর্যায়ে শুক্রবার বিকেল ৫টার দিকে নিজ শয়নকক্ষের দরজায় তালা দিয়ে অন্যপথ দিয়ে শয়নকক্ষের ভিতরে প্রবেশ করে বিষপান করেন তার দাদু।
পরবর্তীতে ঘরের ভিতর থেকে গোঙানির শব্দ শুনে পরিবারের সদস্যরা দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে উদ্ধার করে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করেন।
চিকিৎসার পর সুস্থতা বোধ করায় শনিবার (২৮ জুন) সিদ্ধেশ্বর সরদারকে বাড়িতে নিয়ে আসার সময় বিকেল পৌনে ৫টার দিকে বাঁশতলা বাজার এলাকায় পৌছানোর পর মারা যান তিনি। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ থানায় নিয়ে আসেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপরে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।