অপরাধআইন আদালতশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: শ্যামনগরে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতে।

সাজাপ্রাপ্ত গাঁজা সেবনকারী দুই যুবক হলেন, নকিপুর গ্রামের বাবলু সরদারের ছেলে মাহিম (১৯) ও জাহিদুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসলাম (২১)।

শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলার নকিপুর গ্রামের জমিদার বাড়ি সংলগ্ন এলাকায় মাদক সেবনের সময় হাতেনাতে আটকের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত তাদেরকে এই সাজা প্রদান করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড প্রদানকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *