কালিগঞ্জে মাদ্রাসাতু আল-ফুরকানের অর্ধ বার্ষিকপরীক্ষা ফল প্রকাশ
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কুশুলীয়া ইউনিয়নের বাজার গ্রামে মতি হাজী বিল্ডিং এ অবস্থিত মাদরাসাতু আল-ফুরক্বান, কালিগঞ্জ শাখার অধ্যবাষিকী ফলপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুন) বেলা ১১ টা থেকে শুরু হয়ে একটা পর্যন্ত অনুষ্ঠান টি চলমান ছিল। উক্ত মাদ্রাসার সভাপতি ও রোকেয়া মুনছুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন চৌধুরী তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসেবে পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এবং অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ পরিচালনায় ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সরদার মুজিবর রহমান উক্ত মাদ্রাসাটি ২০২৫ সালের পহেলা জানুয়ারি থেকে শুরু হয় হাটি হাটি পা পা করে খুবই ভালোভাবে চলমান আছে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়েছেন।