শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় নকশীকাঁথা মহিলা সংগঠনের বাস্তবায়নে দরিদ্র নারীদের মাঝে বকরি ছাগল বিতরণ করা হয়েছে।
দরিদ্র, অসহায় নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে উপজেলা পরিষদ চত্তরে শ্যামনগরের বিভিন্ন গ্রামের ২০জন নারীদের মাঝে ৪০টি বকরি ছাগল বিতরণ করা হয়।
ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রণী খাতুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে প্রকল্প সম্পর্কে বক্তব্য রাখেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী।