পাইকগাছা

পাইকগাছায় শাকিবের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খোরশেদ আলম, পাইকগাছা: সদ্য প্রয়াত মোঃ শাকিব শেখের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাদ আসর পৌরসভা ৬নং ওয়ার্ডের নিজস্ব বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় শাকিবের পিতা অবস্থারপ্রাপ্ত আর্মি শেখ মোঃ আলাউদ্দিন সহ মরহুমের পরিবারের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা সবায় দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন।

পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা ও পুরাকাটি গ্ৰামের মরহুম সাবেক সংসদ সদস্য এ্যাড, শেখ নুরুল হকের ভাতিজা অবস্থার প্রাপ্ত আর্মি মোঃ আলাউদ্দিন শেখের কনিষ্ঠ পুত্র শাকিবের কুলখানিতে কোরআন তিলাওয়াতসহ দোয়া-দরুদ পড়ার অনুষ্ঠিত হয়েছে!

ছোট ভাই শাকিবের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। মরহুমের সেজো ভাই শাকিল

তিনি বলেন, ছোট ভাই ছিলেন আমার অনেক আদরের কলিজার টুকরা । চোখের পানিতে ডুগরে ডুগরে কেঁদে ভাইয়ের জন্য মাফ চেয়ে দোয়া চেয়েছেন সকলের কাছে।

দোয়া মাহফিলে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। এসময় মরহুম শাকিবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন । পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা বারবার নির্বাচিত কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ।

দোয়া মাহফিলে মরহুম শাকিবের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওঃ নিজামী ও কোট মসজিদে ইমাম মাওঃ আশরাফুল ইসলাম। দোয়া মাহফিলে উপস্থিতির জন্য মরহুমের পরিবারের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তার তার পিতা আলাউদ্দিন ।

উল্লেখ্য, শাকিব গত ৩১শে আগষ্ট শনিবার ঢাকার বাসায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৮ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *