সদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসের র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: “প্লাস্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ জুন) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কানেক্টরেট চত্বর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।

জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মনির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীন চৌধুরী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সামাজিক ও বন রক্ষক কর্মকর্তা প্রিয়াঙ্কা হালদার, শহর জামায়াতের নায়েবে আমীর ফকরুল হাসান লাভলু, বড়বাজার মাছবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুর রব, জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, সুশীলনের পরিচালক মো. মনির হোসেন, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন, সিডর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, শিক্ষক পল্টু বাশার, নারীনেতৃ ফরিদা আখতার বিউটি,শিক্ষার্থী জান্নাত, সালেহা জান্নাত প্রমুখ।

এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্কুল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন,মাইক্রো প্লাস্টিকের হাত থেকে বাচতে আমাদের সচেতন হতে হবে, দায়িত্ব পালন করতে হবে। এছাড়া সকল ধরনের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে।

এছাড়া খাল, বিলে ও পুকুরে, ড্রেনে প্লাস্টিক জাতীয় দ্রব্য না ফেলতে জনগনকে সচেতন করতে প্রচার প্রচারণা চালানোর জোর দাবী জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *