অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলাস্বাস্থ্য

কালিগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জে ৬ দফা দাবির প্রেক্ষিতে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে মঙ্গলবার (২৪ জুন ২০২৫) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের কালিগঞ্জ শাখার সভাপতি মনীন্দ্র নাথ হাজরা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাহবুব আলম, আ. জলিল, আবু সাঈদ, মো. জালালুদ্দিন, মোস্তফা জামান, এশার আলী, সম্পাদিকা শেফালি খাতুন, যুগ্ম সম্পাদক আবু হাসান, সহ-সম্পাদক দেবব্রত, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, ক্যাশিয়ার নিপা প্রমুখ।

বক্তারা বলেন, আমরা তৃণমূল পর্যায়ে জন্মের পর থেকে শিশুদের ১০টি মারাত্মক রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিচালনা করে থাকি। অথচ বছরের পর বছর ধরে আমাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে উপেক্ষা করা হয়েছে।

তাঁরা আরও জানান, নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান নির্ধারণ, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদ মর্যাদা নিশ্চিতকরণ এবং ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবি আদায়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে যদি দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন না হয়, তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI) সহ সকল স্বাস্থ্য কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *