অপরাধআইন আদালতসদরসাতক্ষীরা জেলা

ব্রহ্মরাজপুরে বিএনপি নেতার বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি 

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার সদর উপজেলার  ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামে বসত বাড়ির সিঁড়ি ঘরের গ্রিল ভেঙে  স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ জুন ) দিবাগত রাতে নুনগোলা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন ওরফে তোফার ছেলে হাসান মেডিকেলের স্বত্বাধিকারী আবুল হাসান বাড়িতে  এই চুরির ঘটনা ঘটে।   এসময় চোরেরা সিঁড়ির ঘরের গ্রিলের তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে আলমারিতে থাকা নগদ দুই লাখ টাকা ১৭ভরি স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্র ,দলিল,চেক, চুরি করে নিয়ে যায়।

 আবুল হাসানের স্ত্রী মর্জিনা খাতুন জানান , ফজরের নামাজ পড়ার সময় ঘুম থেকে উঠে দেখেন   ঘরের ভিতরে সব অগোছালো এবং তছনছ করা।

চোরেরা আলমারি ও শোকেজের তালা ভেঙে ড্রয়ার থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকাবাসীর চুরির আতঙ্কে ভুগছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ শিল্লুর রহমান।

আবুল হাসানের ভাই আব্দুস সালাম জানান আমার ভাই আবুল হাসান ও তার স্ত্রী মর্জিনা খাতুন এখন অচেতন অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে। ,এ ঘটনায় থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *