অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলাস্বাস্থ্য

কালিগঞ্জের বিষ্ণুপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

বিষ্ণুপুর প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাঠি গোরস্থান মোড় এলাকায় মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) বিকেলে এলাকার জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আব্দুস সালাম, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ মোস্তফা, আলমগীর কবির, আবু বাক্কার, আব্দুস সবুরসহ অনেকেই।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় আওয়ামী লীগ ঘরানার কিছু ব্যক্তি মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত। তারা এতটাই প্রভাবশালী যে সাধারণ মানুষ আতঙ্কে থাকেন। তাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ করলে হুমকি ও হয়রানির শিকার হতে হয়।

মানববন্ধনে এলাকাবাসী মাদক কারবারিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন মাদকমুক্ত সমাজ গড়তে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং যুবসমাজকে রক্ষা করা যায়। এ সময় উপস্থিত সকলে একযোগে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *