শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে জলবায়ু কন্টেন্ট রিপোর্টারদের পুরস্কার প্রদান

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জলবায়ু কন্টেন্ট রিপোর্টারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ জুন) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম ইমাম মনিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন।

সম্মানিত অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারীদ বিন শফিক, শ্যামনগর থানার উপ-পরিদর্শক বিপ্লব, একশনএইডের ডেপুটি ম্যানেজার অমিত রঞ্জন দে, প্রোগ্রাম অফিসার ইসরাত জাহান সিদ্দিকী এবং মনিটরিং ও লার্নিং অফিসার জিহান সোহানা নাবী।

এসময় বক্তারা বলেন, জলবায়ু সংকট আজ আর শুধু একটি পরিবেশগত ইস্যু নয়- এটি এখন মানবিক, সামাজিক এবং অর্থনৈতিক সংকটে রূপ নিয়েছে। কার্বন নিঃসরণ, শিল্পবর্জ্য ও কৃষিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশেষভাবে পড়ছে উপকূলীয় জনপদে, যার অন্যতম শ্যামনগর। এমন বাস্তবতায় স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীল প্রতিবেদন এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ শুধু সমাজকে সচেতনই করে না, বরং রাষ্ট্র ও নীতিনির্ধারকদেরও দিকনির্দেশনা দেয়।

অনুষ্ঠানের শেষপর্বে অতি সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত উল্লেখযোগ্য জলবায়ু কন্টেন্ট রিপোর্টারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন সহকারী অধ্যাপক সামিউল আজম ইমাম মনির (দৈনিক সমকাল), অনাথ মন্ডল (দৈনিক ইত্তেফাক) ও বেলাল হোসেন (দৈনিক আমাদের সময়)।

এসময় উপস্থিত সকলের করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রনজিৎ বর্মন, হুসাইন বিন আফতাব, এস এম মিজানুর রহমান ও সুলতান শাজাহান। তারা বলেন, তথ্য-নির্ভর সাংবাদিকতা শুধু সত্যকে তুলে ধরে না, বরং সমাজ পরিবর্তনের চালিকাশক্তি হিসেবেও কাজ করে।আয়োজকেরা আশা প্রকাশ করেন, জলবায়ু সাংবাদিকতাকে উৎসাহিত করতে এমন উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *