দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
দেবহাটা ব্যুরো: দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের।
প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সখিপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব আলী, সখিপুর সরকারী কেবিএ কলেজের শিক্ষক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কলেজ পর্যায়ে সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম ও শ্রেষ্ঠ কলেজ সখিপুর সরকারী কেবিএ কলেজ, মাদ্রাসা পর্যায়ে সখিপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাও. ইয়াকুব আলী, শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় সখিপুর মাধ্যমিক বিদ্যালয় ও প্রতিষ্টান প্রধান হিসেবে একই স্কুলের তহিরুজ্জামান এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে তাহসিন বিল্লাহ নির্বাচিত হয়েছেন।