কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে মানব পাচার প্রতিরোধ কমিটির ডায়লগ সভা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির ডায়লগ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল-এর সভাপতিত্বে সোমবার (২৩ জুন) সকাল ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউপি সংরক্ষিত সদস্য, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য-সচিব অর্না চক্রবর্তী। তিনি সভার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন।

সভায় প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম, কৌশল, প্রত্যাশিত ফলাফল এবং পূর্ববর্তী অর্জনসমূহ নিয়ে আলোচনা করা হয়। মানব পাচার প্রতিরোধে কমিটির সক্রিয় ভূমিকা, পরিচিতি গঠন, সারভাইভারদের জন্য সেবা নিশ্চিতকরণ, সম্পৃক্তকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সিটিআইপি সদস্য সোহেল আহমেদ সভা পরিচালনা করেন। সভায় আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আকরাম হোসেন,উপজেলা শিক্ষা অফিসার অশীষ কুমার নন্দী,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম সরকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রভাত কুমার তরফদার,কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু,সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,লেডিস ক্লাব সম্পাদিকা ইলা দেবী মল্লিক, ইউপি সদস্য আব্দুর রব,সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম,রূপান্তরের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ চন্দ্র মণ্ডল।

উল্লেখ্যঃ “আশ্বাস” প্রকল্পটি সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনাল-এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় বাস্তবায়ন করছে। কালিগঞ্জ উপজেলার রতনপুর, ধলবাড়িয়া ও নলতা ইউনিয়নে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক উঠান বৈঠক, পটগান, আলোচনা সভা ও ডায়লগ কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *