অপরাধকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের চম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার: কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সুধীন কুমার সরকারের বিরুদ্ধে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ দাবি, ফাইল প্রসেসে বিলম্ব এবং দালাল চক্রের মাধ্যমে হয়রানির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, নামজারি, খতিয়ান সংশোধন এবং খাজনা রেজিস্ট্রেশনসহ অন্যান্য সেবা নিতে গেলে নিয়মিতভাবেই অতিরিক্ত অর্থ দাবি করেন নায়েব সুধীন কুমার সরকার। সরাসরি টাকা না দিলে অনেক সময় ফাইল দিনের পর দিন আটকে রাখা হয় কিংবা দালালদের মাধ্যমে যোগাযোগ করতে বাধ্য করা হয়।

এ বিষয়ে কয়েকজন সেবা প্রার্থী জানান, “একটি সাধারণ নামজারি করতে গিয়ে দুই থেকে তিনবার যেতে হয়। দিতে ৫/৬ হাজার করে টাকা কোনো কোনো ক্ষেত্রে দিনেরপর দিন হেটেও দাবীকৃত টাকা নাদিতে পারলে আবেদন খারিজ হয়ে যায়। অথচ নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়েই কাজ শেষ হওয়ার কথা।”

স্থানীয়দের অভিযোগ, অফিসে কাজ করাতে হলে দালাল ছাড়া উপায় নেই। ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যেন সাধারণ জনগণ হয়রানি ও অনৈতিক লেনদেন থেকে মুক্ত থাকতে পারে।

তাছাড়া এই অসাধু নায়েব মহোশয়ের বদলী অর্ডার হলেও অজ্ঞাত শক্তির বলে আজও আছেন বহাল তবিয়তে। তবে নায়েব তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন আমি সরকারি নীতি বহির্ভূত কোনো কাজ করিনা, জানামতে কাঔকে অযথা হয়রানী করিনা। বদলীর আদেশ হয়েছে উর্ধতন কর্তৃপক্ষ চাইলেই চলে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *