সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারন সম্পাদক নাছির উদ্দীনসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি।
রবিবার (২২ জুন) বেলা ১২টায় সিটি কলেজ ক্যাম্পাস চত্বরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে ছাত্রদল নেতৃবৃন্দ সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান।
আনন্দ মিছিলে সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি এসএম হেদায়েত কবীর হৃদয়, সিনিয়র সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, জুলকার নাঈন, সাধারণ সম্পাদক মোঃ নাঈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামির হোসেন এবং সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সফল আহবায়ক মোঃ নাজমুল হোসেন সোহেল ও সদস্য সচিব মোঃ আজমাউল হোসেনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে কলেজের প্রধান ফটকে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা নবগঠিত কমিটির ছাত্রদল নেতৃবৃন্দ দলের সকল আন্দোলন-সংগ্রামে জীবন বাজি রেখে অগ্রনী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করে বলেন, শহীদ প্র্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্লোগান হচ্ছে – শিক্ষা, ঐক্য, প্রগতি। বিগত দিনে যেভাবে ছাত্রদলের পতাকাতলে ছিলাম, আছি এবং থাকবো।
নবগঠিত কমিটি নিয়ে বক্তারা বলেন, একটি মহল আমাদের এই কমিটি নিয়ে যে ষড়যন্ত্র, অপপ্রচার চালাচ্ছে তা কোনদিন সফল হবেনা। তাদের কৃতকর্ম সবাই জানে। তারা গোপন আস্তানা থেকে প্রোপাগান্ডা ছড়ায়। ভবিষ্যতে এ ধরণের অপতৎপরতা চালালে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা সকল দুর্যোগ- দূর্বিপাকে ছাত্রদের পাশে থেকে কাজ করে যাবো।