তালায় সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন
স্টাফ রিপোর্টার: তালায় সামাজিক বনায়ন কর্মসূচি ২০২৫ উদ্বোধন করা হয়েছে। শনিবার ২১ জুন সকাল ১১ টায় তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা সামাজিক বন বিভাগের উদ্যোগে এবং তালা উপজেলা সামাজিক বন বিভাগ এই কর্মসূচির আয়োজন করে। তালা জেঠুয়া বাজার হইতে শ্রীমন্ত কাঠি বাজার পর্যন্ত প্রায় ১৫ (সিডলিং)কিলোমিটার নতুন বানায়নের আওতায় আনা হয়েছে।
বনায়ন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার শেখ মোঃ রাসেল। এ সময় তিনি একটি জারুল গাছের চারা রোপন করেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার,১১ নম্বর জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু । এ সময় আরও উপস্থিত ছিলেন,জেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, তালা উপজেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা মোঃ ইউনুস আলী প্রমুখ।