কালিগঞ্জরাজনীতিশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের একাংশের পক্ষ থেকে শনিবার (২১ জুন) বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ও পরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন।

বিক্ষুব্ধ ছাত্রদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ শাফায়াল মোড়ল। তিনি বলেন সাম্প্রতিক খুলনা বিভাগীয় টিম লিডারদের মাধ্যমে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে প্রকৃত ছাত্রদল কর্মীদের বাদ দিয়ে বহিরাগত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি শুধু সংগঠনের আদর্শ ও গঠনতন্ত্র লংঘনেই নয় বরং মাঠ পর্যায়ে ছাত্রদলের ত্যাগী ও পরিচিত নেতাকর্মীদের চরম অপমান। ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত কমিটি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজ শাখার বিখুব্ধ ছাত্রদল পরিবারের তৈয়েবুর রহমান, হুমায়ুন কবির ও শাকিব প্রমূখ।

উল্লেখ্য গত ১৭ জুন খুলনা বিভাগীয় টিম লিডার কর্তৃক কালিগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের তাসকিন মেহেদি তাজকে সভাপতি ও ওমর ফারুককে সাধারণ সম্পাদক করেএকটি কমিটি গঠন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *