অনলাইনঅপরাধআইন আদালতকলারোয়াসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরার কলারোয়ায় শরিকদের বাড়ি-ঘর ভাঙচুর, জমি দখল ও ঘর নির্মাণের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কলারোয়া উপজলোর জয়নগর ইউনিয়নের উত্তর ক্ষেত্রপাড়া এলাকায় পৈতৃক জমি জোরর্পূবক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা সিদ্দিক মালির বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ হুসাইন আহমেদ কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, গত ৯ জুন সকাল ৮টার দিকে মোঃ হুসাইন আহমেদ ও তার বাবা এবং ছোট ভাইকে নিয়ে বাড়ি থেকে কলারোয়া বাজারে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সিদ্দীক মালি ও তার সহযোগী মৃত ফকির আহমেদের ছেলে মোশারফ, অজিয়ারের ছেলে মুকুল, তমেজ মোড়লের ছেলে অজিয়ার সহ আরো অনেকে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর অর্তকিত হামলা চালায়। সিদ্দিক মালী ও তার লোকজন আমাকে মারধর করে আমার মোটর সাইকেল ও মোবাইল ফোন জোর করে ছিনিয়ে নেয়।
এসময় আমার ছোট ভাই ও আমার পিতাকে কলি-ঘুষি সহ বেধড়ক পেটাতে থাকে। এক পর্যায়ে আমাদেরকে মারতে মারতে বাড়ীর ভিতরে ঢুকিয়ে গেটে তালা লাগিয়ে দেয়। তখন কোন উপায় না পেয়ে ৯৯৯ নং-এ ফোন দিয়ে কয়েকবার যোগাযোগ করা হলে পরর্বতীতে সরসকাটি ক্যাম্প ইনর্চাজ আমাদের বাড়ীতে এসে উদ্ধার করে এবং মোটর সাইকেল ও মোবাইল ফোন আসামীদের কাছ থেকে উদ্ধার করে দেয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থল পরির্দশন করে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি।

এ বিষয়ে অভিযুক্ত সিদ্দিক মালী বলেন, ওই দাগে জমি আমিও পাই। কিন্তু আমাকে বুঝিয়ে দিচ্ছে না বলে আমি দখল করেছি। মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই এবং মারধরের ব্যাপারে আমি কিছু জানি না।

কলারোয়া থানার এসআই আনিস রহমান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই জমি নিয়ে কোর্টে মামলা চলমান আছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ছিল। এক পক্ষ দখল করতে যাচ্ছিল সেনাবাহিনী সেটা বন্ধ করে দিয়েছে। তাছাড়া জমি জায়গা সংক্রান্ত বিষয় কোর্টের কাজ। আমরা দেখছি আইন শৃঙ্খলা যেন বিঘিœত না হয়। শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে আপাতত সেই পরামর্শ দেওয়া হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *