অনলাইনকলারোয়াতালারাজনীতিসাতক্ষীরা জেলা

তালার প্রয়াত বিএনপি কর্মীর ছেলের লেখাপড়ার দায়িত্ব নিলেন সাবেক এমপি হাবিব

বিশেষ প্রতিনিধি, তালা: তালা উপজেলা বিএনপির কর্মী প্রয়াত মো. খলিলুর রহমানের পরিবারের সাথে স্বাক্ষাৎ করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় তালা উপজেলার মহান্দী গ্রামে প্রয়াত খলিলুর রহমানের পরিবারের সাথে স্বাক্ষাৎকরেন তিনি।

তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, ভাইসহ পরিবারের সকলের সাথে কথা বলেন, পরিবারের খোঁজ খবর নেন। এসময় খলিলুর রহমানের একমাত্র ছেলে সীমান্ত’র লেখাপড়া সহ সকল দায়িত্ব গ্রহণ করেন এবং স্ত্রীর হাতে নগদ অর্থ প্রদান করেন।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, খলিল ছিলো শহীদ জিয়ার আদর্শের সৈনিক। সে কলেজে ছাত্র রাজনীতি করার জন্য ৮ বার এস এস সি পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়। দলের দুর্দিনে প্রতিটি দলীয় কর্মসূচিতে সে সক্রিয় অংশগ্রহণ করেছে। তার রাজনৈতিক জীবনে কোনো অন্যায় অপরাধের সাথে নিজেকে জড়ায়নি। তার একটি মাত্র ছেলে খুব অসহায় অবস্থায় আছে। আজ থেকে আমি তার লেখাপড়া সহ সকল দায়দায়িত্ব নিলাম। মহান আল্লাহর কাছে দোয়া করি, তাকে যেন বেহেশত নসিব করেন।

এসময় তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাঃ মোশারাফ হোসেন, বিএনপি নেতা শাহাদাৎ হোসেন, মো. আছিরুদ্দীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, উপজেলা যুব দলের সভাপতি মীর্জা আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আনিসুজ্জামান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. হাফিজুর রহমান শত শত বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জুন সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *