শিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সম্পাদক শাহাজুদ্দীন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরা সরকারি কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দীন। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অনুমোদনে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে ১৭ জুন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির-এর যৌথ স্বাক্ষরে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদুল আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দীন।

কমিটি ঘোষিত অন্যান্য উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা দিবা-নৈশ্য কলেজ, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা, সীমান্ত আদর্শ কলেজ, কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রি কলেজ, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়, সাতক্ষীরা আহসানিয়া মিশন মাদ্রাসা ইত্যাদি।

এছাড়াও শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ, আশাশুনি সরকারি কলেজ, দেবহাটা ডিগ্রি কলেজ, তালা সরকারি কলেজ, কলারোয়া আলিয়া মাদ্রাসা, কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজ, কালিগঞ্জ সরকারি কলেজ, তালা সরকারি মহিলা কলেজ, নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ, ভুরুলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ, ডি আর এম ইউনাইটেড কলেজ, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, কাজিরহাট কলেজ, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজ, শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসা, হাজী নাছির উদ্দিন কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠান।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে এসব আংশিক কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *