কালিগঞ্জরাজনীতিশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের বিভিন্ন কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির প্রস্তুতি সভা

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জের বিভিন্ন কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী রবিবার (২২ জুন) কালিগঞ্জ উপজেলাধীন নবগঠিত সকল কলেজ ছাত্রদলের কমিটির সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২০ জুন) বিকাল ৪টায় উপজেলার ভদ্রখালী বাজারের বিএনপি কার্যালয়ে উপজেলা জাসাস এর আহবায়ক জিএম মুরশীদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখছেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান, কালিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি তাজকিন মেহেদী তাজ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, রোকেয়া মনসুর মহিলা কলেজ ছাত্রদলের আহবায়ক মনিরা সুলতানা ও সদস্য সচিব তৈয়বা ইসলাম, কুশুলিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক মোহাম্মাদ ইদ্রিস আলী গাজী ও সড়স্য সচিব আল মামুন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আগামী রবিবার বিকাল ৩টায় কালিগঞ্জ সরকারি কলেজ মোড়ে নবগঠিত কমিটির সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা ০৪ আসনের সাবেক সফল এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি থাকবেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ছাত্রদলের নেতা মোঃ জাকির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *