কালিগঞ্জজীবনযাপনসাতক্ষীরা জেলা

ক্যান্সারে আক্রান্ত চন্দন মণ্ডলের পরলোক গমন,বিষ্ণুপুরে শোকের ছায়া

তাপস কুমার ঘোষ: কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত:কার্তিক মণ্ডলের ছেলে চন্দন মণ্ডল (৩৯) মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগে বৃহস্পতিবার (২০ জুন) গভীর রাতে নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা সন্তান ও স্ত্রী,পরিবার-পরিজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

চন্দনের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, তিনি ছিলেন সদালাপী ও অমায়িক একজন মানুষ। তার অকাল মৃত্যুতে সবাই গভীরভাবে শোকাহত।পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা সত্ত্বেও আর সুস্থ হয়ে ওঠেননি চন্দন।শুক্রবার সকালে ধর্মীয় রীতি অনুযায়ী তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তাঁর আত্মার শান্তি কামনায় এলাকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *