অপরাধআইন আদালতআন্তর্জাতিককলারোয়াসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার সীমান্তে থেকে প্রায় চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

গাজী হাবিব: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় চার লক্ষ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কুশখালি, ভোমরা ও মাদরা বিওপি এবং বাঁকাল চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭ বোতল ভারতীয় মদসহ ভারতীয় শাড়ি, ওষুধ ও পাতার বিড়ি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি এলাকা থেকে ১০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ আটক করে। কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানাধীন শ্মশানঘাট এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন ভাদিয়ালি এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে।

এছাড়াও বাঁকাল চেকপোস্টের বিশেষ আভিযানিক দল বাঁকাল চেকপোস্টসংলগ্ন আলিপুর বলফিল্ট এলাকা থেকে ৪৭ হাজার টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি আটক করে।

সব মিলিয়ে অভিযানে মোট ৩ লাখ ৭২ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটককৃত এসব মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। এর ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *