তালায় র্যাবের অভিযানে ৭০ বোতল উইন কোরেক্সের মাদক সহ ১ জন আটক
এম এ মান্নান, তালা: তালায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ এক জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামির নাম শংকর মন্ডল (৩৫)। তিনি তালা থানাধীন ইসলামকাঠী বলোরামপুর বাজার এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শংকর মন্ডলকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা মাদকদ্রব্য উইন কোরেক্সের ৭০ বোতল উদ্ধার করা হয়। এছাড়াও একটি(প্লাটিনা) মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তালা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় র্যাব। র্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

