কালিগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, আদালতে মামলা দায়ের
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের মৃত শেখ মোকছেদ আলীর পুত্র এস. এম. আলম সিদ্দিকী সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪, ১৪৫ ও ১৪৭ ধারায় আবেদন করেছেন।
আদালতে দাখিল করা আবেদনে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মো. আব্দুল ওয়াদুদের পুত্র রবিউল ইসলাম, হাবিবুর রহমান, মাহাবুবুর রহমান, মোকলেছুর রহমান ও সাইফুল ইসলাম এবং আব্দুস শহীদের পুত্র মনিরুল ইসলাম সংঘবদ্ধভাবে তার স্বত্বভুক্ত জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। দরখাস্ত অনুযায়ী, কালিগঞ্জ থানাধীন ছনকা মৌজায় অবস্থিত এস.এ ও বি.আর.এস রেকর্ডভুক্ত মোট ৭০ শতক জমি তিনি ও তার সহ-ওয়ারিশরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। উক্ত জমিতে মূল্যবান গাছপালা রোপণ, নিয়মিত চাষাবাদসহ বিভিন্ন ব্যবহার চলমান রয়েছে, যা এলাকাবাসীর কাছে সুপরিচিত।
অভিযোগে আরও বলা হয়, গত ২৪ ডিসেম্বর ২০২৫ সকাল আনুমানিক ১০টার দিকে বিবাদীরা লাঠিসোঁটা নিয়ে নালিশী জমিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক দখল নেন। এ সময় তারা জমির মাটি কেটে গর্ত করেন, পাকা ঘর ও প্রাচীর নির্মাণ শুরু করেন এবং গাছপালা কেটে নিয়ে যান। বাধা দিতে গেলে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীর দাবি, বিবাদীদের এসব কর্মকাণ্ডের ফলে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ও গুরুতর শান্তি-শৃঙ্খলা বিঘ্নের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালতের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে তিনি আবেদনে উল্লেখ করেন। একই সঙ্গে নালিশী জমিতে বিবাদীদের প্রবেশ, দখল, স্থাপনা নির্মাণ, মাটি কাটা ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী সব ধরনের কার্যক্রম থেকে বিরত রাখতে বারিত আদেশ প্রার্থনা করা হয়েছে।
এদিকে বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, জমিটি ঘিরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের একজন মো. রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালতের নোটিশ পাওয়ার পর তারা সব ধরনের কাজ বন্ধ রেখেছেন। এ প্রসঙ্গে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হাসান বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সাতক্ষীরা আদালতে একটি মামলা দায়ের হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

