সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় তিন লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঔষধ ও আগরবাতি জব্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ হিজলদী, কালিয়ানী, কাকডাঙ্গা ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।
কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন কালিয়ানী নামক স্থান থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও মাদরা বিওপির আভিযানিক দল কলারোয়া থানাধীন বরই বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
এছাড়া, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন আমতলা নামক স্থান থেকে ২৭ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি এবং
হিজলদী বিওপির আভিযানিক দল গোবরাপোতা নামক স্থান থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।
এ অভিযানে সর্বমোট ২ লাখ ৭২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

