সাতক্ষীরায় ঋ-শিল্পী সেন্টার হাইস্কুলে দুদকের ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে সাতক্ষীরা ঋশিল্পী সেন্টার হাইস্কুলে দুর্নীতি দমন কমিশন এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় প্রধান শিক্ষক তাপস কুমার ঢালীর সভাপতিত্বে এ কমিটি পুনর্গঠন, পরিচিত ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের মেধাবী সৎ সাহসী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী জয়ন্ত মন্ডল জয়কে সভাপতি ও ৯ম শ্রেণির চুমকি গাইনকে সাধারণ সম্পাদক করে ১১ শিক্ষার্থীর সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটি এবং এ কমিটির সদস্যদের গাইড দেওয়ার জন্য ৫ সদস্যের একটি করে পরামর্শক কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে।
সততা সংঘ ও পরামর্শ কাউন্সিল পুনর্গঠন পরবর্তী পরিচিতি সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সততা সংঘের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন ঋশিল্পী সেন্টার হাইস্কুলের শিক্ষা বিভাগের ম্যানেজার যোষেফ খাঁখাঁ, সহকারি শিক্ষক প্রদীপ কুমার গাইন ও পরামর্শক কাউন্সিল সদস্যরা।
সভা শেষে সততা সংঘের সদস্যদের মাঝে বিভিন্ন লিফলেট ও স্টিকার সরবারহ করা হয়।

